ডেইলি নরসিংদী ২৪, মাহাবুব খান : নরসিংদীর শিবপুর উপজেলায় করোনা ভাইরাস (কোভিট-১৯) এ ক্ষতিগ্রস্ত নন এমপিও শিক্ষক ও কর্মচারীদের অনুকূলে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ করা হয়। ৮ জুলাই (বুধবার) সকালে শিবপুর উপজেলা পরিষদ সভা কক্ষে অনুদান বিতরণ অনুষ্ঠানে জুম কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবীর, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু বিপ্লব চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভপতি নুর উদ্দিন মোঃ আলমগীর, শিবপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন নন এমপিও প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে শিবপুর উপজেলার নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের ১০৩ জন শিক্ষক ও ২৪ জন কর্মচারীদের মধ্যে প্রতি শিক্ষককে ৫ হাজার টাকা, প্রতি কর্মচারীদেরকে ২ হাজার ৫ শত টাকা করে মোট ৫ লক্ষ ৭৫ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়।
Leave a Reply