ডেইলি নরসিংদী ২৪, শিবপুর প্রতিনিধি : শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের কাজিরচর গ্রামে রাতের আঁধারে ঘরের গ্রীল কেটে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যপারে শিবপুর মডেল থানায় মেয়ের পিতা একটি অভিযোগ দায়ের করেছেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, কাজিরচর গ্রামের রেজাউল করিম রিপনের বাড়িতে গত রবিবার (৫ জুলাই) দিবাগত রাতের কোন এক সময় ঘরের গ্রীল কেটে রিপনের মেঝো মেয়ে তমা (১৮) কে নিয়ে তার প্রেমিক ভিটি চিনাদী গ্রামের আসাদ মিয়ার ছেলে রায়হান কৌশলে পালিয়ে যায়।
এ ব্যপারে তমার বাবা রিপন জানায়, ৫ জুলাই রবিবার রাতে সাড়ে ১২ টায় প্রতিদিনের ন্যায় আমি ও আমার পরিবার ঘুমিয়ে পড়ি। পরদিন ভোর ৫ টায় ঘুম থেকে উঠে আমার মেঝো মেয়ে তমাকে তার শুবার ঘরে দেখতে না পেয়ে ঘরের সকল জায়গায় খুঁজাখুঁজি করে অবশেষে দেখতে পাই যে আমার ঘরের বারান্দার গ্রীলের কিছু অংশ কাটা এবং ঘরে থাকা ষ্টীলের আলমারিতে রাখা জমি বিক্রির ১৫ লাখ টাকা ও ১২ ভরি ওজনের স্বর্নলংকার (যার মূল্য ছয় লাখ টাকা) নিয়ে যায়। আমার ধারণা তমার পূর্বের প্রেমিক রায়হান সহ অজ্ঞাতনামা ২/৩ জন মিলে এই ঘটনা ঘটিয়েছে।
এই ঘটনায় অভিযুক্ত রায়হানের পিতা আসাদ মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ছেলের সাথে বিগত ২ মাস যাবত আমার কোন যোগাযোগ নেই এবং এই ব্যপারে আমি কিছুই জানিনা।
এ বিষয়ে দুলালপুর ইউপি চেয়ারম্যান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই এবং ছেলের বাবাকে ফোন করে ছেলে ও মেয়েকে হাজির হতে বলি, কিন্তু ছেলের বাবা উভয়কে আমার সামনে হাজির করতে ব্যার্থ হয়।
যেহেতু থানায় অভিযোগ দেওয়া হয়েছে তাই আইনি প্রক্রিয়ায় বিষয়টি সমাধানের ক্ষেত্রে আমি সর্বাত্মক সহযোগিতা করবো।
Leave a Reply