ডেইলি নরসিংদী ২৪ : নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও হাজী নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফাইজ উদ্দিন মাষ্টার শুক্রবার (৩ জুলাই) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ২ কন্যা রেখে গেছেন। তার মৃত্যুতে গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিবপুর উপজেলা প্রশাসন এই বীর সন্তানকে গার্ড অফ অনার প্রদান করেন।জানাযা শেষে পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মুন মুন জাহান লিজা। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোল্লা আজিজুর রহমান, উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার জনাব মোঃ আব্দুল মোতালেব খান, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নাদিম সরকার, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ও ডেপুটি কমান্ডার সহ মরহুমের আত্মীয় স্বজন ও এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ।
সহকারী কমিশনার (ভূমি) এসময় মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
Leave a Reply