ডেইলি নরসিংদী ২৪, প্রদীপ কুমার দেবনাথ : নরসিংদী জেলার বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নের চন্ডিপাড়া গ্রামের মোঃ মুর্শিদ আলমের ছোট ছেলে হাফেজ মোঃ মোশতাক আহম্মেদ (১৯) মঙ্গলবার দুপুরে পোড়াদিয়া বাজারের নিকটে আড়িয়াল খাঁ নদীতে পড়ে মৃত্যুবরণ করেন ( ইন্না-লিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজিউন) ।
পারিবারিক সুত্রে জানা যায়, দুপুর পৌঁনে ১২ টার সময় নদীর অপর পাশে মাছ ধরার উদ্দেশ্যে সাঁতার কেটে যাওয়ার সময় পানিতে ডুবে যায়। এ সময় অপর পাশে থাকা বড় ভাই হাফেজ মোঃ আবদুল্লাহ আল বাকী দ্রুত সাঁতার কেটে ভাইকে উদ্ধার করতে গেলেও তাকে আর ধরা-ছোয়ার মধ্যে পায়নি। মহুর্তেই সে পানির নিচে তলিয়ে যায়। বড় ভাইয়ের আর্তচিৎকারে লোকজন জড়ো হয়ে বহু খোঁজা-খুঁজি করেও লাশের সন্ধান পায়নি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ ইফরানুল হক ভূঁইয়া (জামান) ডুবুরি আহবান করে প্রায় ঘন্টাখানেক পরে নদীর তলদেশ থেকে লাশ উদ্ধার করে। হাফেজ মোঃ মোশতাক আহম্মেদ স্থানীয় মাদ্রাসায় কামেল পরিক্ষার্থী ছিল। সে সকলের প্রিয়ভাজন ও মিষ্টভাষী তরুণ ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।
Leave a Reply