ডেইলি নরসিংদী ২৪, শেখ মানিক : নরসিংদীর শিবপুরে জমির সংক্রান্ত বিরোধের জের ধরে পুকুরের মাছ লুট ও মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের দড়িপুরা গ্রামে।
অভিযোগে জানা যায়, বাড়ির পাশে নিজের জমি ও জমি ভাড়া নিয়ে একটি মাছের প্রজেক্ট স্থাপন করে দীর্ঘদিন যাবৎ মাছের ব্যবসা করে আসছে উপজেলার দড়িপুরা গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে জয়নাল আবদীন। উক্ত জমির সিমানার বিরোধ নিয়ে দ্বন্দ্ব ছলছিল একই এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে আঃ রশিদের সাথে। আর সেই জমি অবৈধ ভাবে দখলে নেওয়ার জন্য গত ২৩ জুন সকালে রশিদের নেতৃত্বে কাসেম আলীর ছেলে রতন, রশিদের ছেলে হোসেন, রতনের ছেলে সুমন ও জুয়েল, বাবুলের ছেলে শাহিনসহ অজ্ঞাত ৪/৫ জন পুকুর বিষাক্ত গ্যাস ছড়িয়ে মাছ মেরে ফেলেছে এবং লুট করে নিয়ে গেছে বলে অভিযোগে উল্লেখ করেন। এতে জয়লালের ক্ষতির পরিমাণ ধরানা করছেন ১০/১২ লাখ টাকা।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবৎ আঃ রশিদ গ্রামীণ শালিশ দরবার উপেক্ষা করে সাধারণ মানুষকে হয়রানি করছে। তার সাথে কেউ বিরোধ করলে বিভিন্নভাবে হয়রানি করে। উক্ত জমিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান নাদিম সরকারের উপস্থিতিতে বিরোধ মীমাংসা হয়েছিল। গত কয়েকদিন আগে এলাকার কাউকে না জানিয়ে তার লোকজনকে নিয়ে নিজের ইচ্ছে মতন সীমানা নির্ধারণ করে এবং গাছের ফল ফলাদি কেটে নিয়ে যায়। জয়নালের পুকুরে লোকজন নিয়ে সীমানা নির্ধারণ করতে গিয়ে অনেক লোক একসাথে পুকুরে নামায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে এতে পুকুরে মাছ মারা যায় আর যার যার মতন পুকুর থেকে মাছ নিয়ে গেছে। এতে তাঁর অনেক টাকার ক্ষতি সাধন হয়েছে।
অভিযোগের প্রেক্ষিতে শিবপুর মডেল থানার এসআই আফজাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার জন্য ইউপি চেয়ারম্যান নাদিম সরকার সময় নিয়েছেন বলে জানা যায়।
Leave a Reply