ডেইলি নরসিংদী ২৪ : নরসিংদী জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৭ জুন ) জেলা গোয়েন্দা ডিবি পুলিশের এসআই তাপস কান্তি রায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে বেলাব থানাধীন নীলক্ষীয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃরা হলো, নীলক্ষীয়ার মৃত সামুস মিয়ার ছেলে মোঃ সাদেক ওরফে ছাদেক মিয়া (৫১) ও মরিচাকান্দির মোঃ সিরাজ মিয়ার ছেলে মোঃ রবিউল ইসলাম রবি (৩৫)। এসময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা ও ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামী ছাদেকের বিরুদ্ধে ইতোপূর্বে ১৩ টা মাদক মামলা ও আসামী রবিউলের বিরুদ্ধে ইতোপূর্বে ২ টা মাদক মামলা আছে। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে বলে জানায় পুলিশ।
Leave a Reply