ডেইলি নরসিংদী ২৪, প্রদীপ কুমার দেবনাথ : ইতিহাস ও ঐতিহ্যের বাংলাদেশ আওয়ামীলীগের জন্ম বার্ষিকী ২৩ জুন। আজ থেকে ৭১ বছর আগে বাংলাদেশের মাটি ও মানুষের প্রিয় রাজনৈতিক এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। তারপর অনেক চড়াই-উৎরাই পেরিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে সংগঠনটি পূর্ণাঙ্গতা লাভ করে।
আওয়ামী লীগের এই মহা নায়ক বিশ্ববন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই আজকের এই প্রিয় বাংলাদেশ অর্জিত হয়। সংগ্রামী ও ঐতিহ্যের মহা সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের আজ ৭১ তম জন্ম বার্ষিকী। বর্তমান করোনা পরিস্থিতির কারণে সারা দেশে সীমিত আকারে এর ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
আজ এ উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগ নরসিংদী জেলা দলটির প্রয়াত মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিকাল ৪ টায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনটি উদযাপন করে। এ সময় নরসিংদী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়া ও নরসিংদী শহর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মো. কামরুজ্জামান ( কামরুল) জেলা আওয়ামিলীগ কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বাংলাদেশে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোও পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে।
Leave a Reply