ডেইলি নরসিংদী ২৪, ডেস্ক রিপোর্টার : করোনা পরিস্থিতিতে ওষুধসামগ্রীসহ বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্টের মূল্যের ওপর মনিটরিং জোরদার করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের করোনা টাস্ক ফোর্সের সভায় এ সিদ্ধান্তের ব্যাপারে জানানো হয়।
সভায় জানানো হয়, ওষুধসামগ্রীসহ মেডিকেল ইকুইপমেন্টের মূল্যের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় ও এর আওতাধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মাধ্যমে মনিটরিং জোরদার করা হয়েছে।
এর আগে ওষুধের দাম বেশি না রাখার জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়।
এক প্রেসবিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, করোনাভাইরাসের সম্ভাব্য প্রাদুর্ভাব বিবেচনা করে উদ্ভূত বাজার ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। এছাড়া বাংলাদেশ সচিবালয়ের ৩ নম্বর ভবনের ২৩ নং কক্ষ এ নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর-০২-৯৫৪৫৮৫৩।
সূত্র : ডেইলি বাংলাদেশ
Leave a Reply