ডেইলি নরসিংদী ২৪ : বেলাব উপজেলা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (০৭ জুন) সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড নারায়ণপুর গ্রামে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বেলাব থানা পুলিশ জানায়, নারায়ণপুর গ্রামে ঢাকা-সিলেট মহাসড়কের কাজী ফিলিং স্টেশনের বিপরীতে নির্জন এলাকা। এদিক দিয়ে রাতের বেলা কেউ চলাফেরা করে না। রোববার সকালে স্থানীয় কৃষকরা জমিতে কাজ করতে গেলে ওই এলাকায় একটি গাছে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি আত্মহত্যা না কি হত্যা ময়নাতদন্তের পর বলা যাবে। এদিকে নিহতের পরিচয় উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Leave a Reply