ডেইলি নরসিংদী ২৪ : শুক্রবার (৫ জুন) রাত অনুমান সাড়ে ১০ টায় মাধবদী থানাধীন শেখেরচর বাসস্ট্যান্ড এলাকায় জনৈক আবুল হাসান মোল্লা তার সাদা রংয়ের প্রাইভেটকার, টয়োটা করোলা যার (নং ঢাকা মেট্রো -গ-১৪-৯২৫৮) রেখে দরকারী কাজে বাহিরে যাায়, ফিরে এসে গাড়ীটি যথাস্থানে না পেয়ে হতবিহ্বল হয়ে বাংলাদেশ পুলিশের জরুরি সেবা সার্ভিস ৯৯৯ এ কল করে। বাংলাদেশ পুলিশের জরুরি সেবা সার্ভিস ৯৯৯ অপারেটর গাড়ীর মালিককে নিকটস্থ মাধবদী থানায় যাওয়ার জন্যে অনুরোধ করে এবং ইতোমধ্যে ৯৯৯ অপারেটর মাধবদী থানাকে অবগত করে রাখে।
গাড়ীর মালিক মাধবদী থানায় গিয়ে ঘটনা বললে মাধবদী থানার ডিউটি অফিসার তাৎক্ষণিকভাবে সহায়তা করার জন্যে নরসিংদী জেলা পুলিশ কন্ট্রোল রুমকে অবগত করেন। কনট্রোল রুম বিষয়টি নরসিংদীর পুলিশ সুপারকে অবগত করেন এবং পুলিশ সুপারের দিক নির্দেশনায় জেলা পুলিশ কন্ট্রোল রুম গাড়ীর নম্বরসহ সমগ্র জেলাকে অবগতপূর্বক সতর্ক করেন। জেলা পুলিশ গুরুত্বের সহিত গাড়ী চুরির বিষয়টি আমলে নেন।
শনিবার (৬ জুন) তারিখ দিবাগত রাত দেড়টার সময় থানায় কর্মরত এসআই মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় জেলা কনট্রোল রুমের তথ্য মোতাবেক ঢাকা-সিলেট মহাসড়ক এর বারৈচা বাসষ্ট্যান্ড এলাকা থেকে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধারসহ গাড়ি চোর ১ জনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত গাড়ি চোর মনিরুজ্জামান রাজীব (৩২) হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার, হুরারকুল গ্রামের মৃত আঃ মমিন এর ছেলে। সে আন্তঃজেলা চোর চক্রের সদস্য। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ইতোপূর্বে একাধিক গাড়ী চুরি, ছিনতাই ও মাদক মামলা আছে বলে জানায় পুলিশ।
উক্ত বিষয়ে বেলাব থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।
Leave a Reply