ডেইলি নরসিংদী ২৪, মনোহরদী প্রতিনিধি : মনোহরদী উপজেলার চুলা গ্রামে তারেক (১৬) নামের সদ্য এসএসসি পাস করা এক শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়। জানা যায়, গত ৩১ মে ২০২০ খ্রিস্টাব্দে প্রকাশিত হওয়া এসএসসি ফলাফলে জিপিএ ৪.৫০ পাওয়া তারেক শুক্রবার সকাল ১১ টায় চুলা বাজারের নিকটে একটি তাল গাছে উঠে তাল পাড়ার সময় পা ফসকে নিচে পড়ে মারাত্মক আহত হয়। তাৎক্ষণিক এলাকাবাসী কর্তৃক তাকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, মেধাবী তারেকের বাবা উত্তরা ব্যাংক ঢাকায় চাকরি করেন এবং মা একজন গৃহিণী। প্রাণবন্ত ও উজ্জ্বল ভবিষ্যত প্রত্যাশী তারেক সবসময় হাসিখুশি থাকত।
বন্ধুদের ভাষ্যমতে, সবাইকে নিয়ে আড্ডা, হৈ হুল্লোড় আর গল্পগুজবে মেতে থাকতো সে। যথেষ্ট ধার্মিকও ছিল। লেখাপড়ায় খুব মনোযোগী ছিল বিধায় বাবা মার অনেক স্বপ্ন ছিল তাকে নিয়ে। সেই তারেক এত অল্প বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যাবে – এমনটি কারও বিশ্বাস হয়না।
Leave a Reply