ডেইলি নরসিংদী ২৪, মাধবদী প্রতিনিধি : বর্তমানে সারা দেশে চলছে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধের চেষ্টা। সেজন্য বর্তমান সরকার নানা মূখী কর্মসূচি গ্রহন করেছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান সময়ে করোনা সাথে যোগ হতে যাচ্ছে ডেঙ্গু মশার সংক্রমন। তারই প্রতিরোধের অংশ হিসেবে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় এক লক্ষ টাকা ব্যয়ে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনের জন্য ফগার মেশিন ক্রয় করা হয়।
বুধবার( ৩ জুন ) ফগার মেশিনের মাধ্যমে ডেঙ্গু মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করেন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাহবুবুল হাসান। পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মশার ঔষধ স্প্রে করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের ৮নং ইউপি সদস্য কামরুল আহসান তুহিন, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মো: আলতাব হোসেন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply