ডেইলি নরসিংদী ২৪ : শিবপুরে গণপরিবহণে পুলিশের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) করোনা প্রতিরোধে সরকারের স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহণ চলছে কী না তা দেখার জন্য আকস্মিক পরিদর্শনে যান শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান।
তিনি পুলিশের একটি দল নিয়ে শিবপুর-ঢাকা সড়কের শিবপুর বাসস্ট্যান্ড, কলেজ গেইট, এবং ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা মোড়সহ বিভিন্ন স্থানে মনোহরদী পরিবহন, রয়েল পরিবহন, ইশাখাঁ পরিবহণসহ বিভিন্ন গণপরিবহণে অভিযান পরিচালনা করেন। এসময় তিনি যাতায়াতকারী পরিবহণের যাত্রীদের খোঁজখবর নেন এবং করোনা প্রতিরোধে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার আহবান জানিয়ে যাদের মুখে মাস্ক নেই তাদের মাস্ক পড়ার জন্য সতর্ক করেন।
শিবপুর মডেল থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, ১ জুন থেকে সরকারের স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহণ চলাচল শুরু করেছে। ফলে শিবপুরে সরকারের স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহণ চলছে কী না তা দেখার জন্য পুলিশের একটি দল নিয়ে আকস্মিক পরিদর্শনে যাই। এসময় অনেক যাত্রীদের মুখে মাস্ক না থাকায় তাদের সতর্ক করে দেয়া হয়। তাছাড়া অতিরিক্ত যাত্রী যাতে না নেয় সে জন্য চালক ও হেলপারদের সতর্ক করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply