ডেইলি নরসিংদী ২৪ : রেলের ভাড়া বাড়ানো হচ্ছে না এবং পুরো টিকেট অনলাইনে বিক্রি করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। রেলে একটু বেশি ভিড় হবে, তাই সামাজিক দূরত্ব নিশ্চিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি। শনিবার (৩০ মে) ট্রেন চলাচলের বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
মন্ত্রী জানান, আগামীকাল রোববার (৩১ মে) থেকে সোনার বাংলা এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস, কালনী, পাহাড়িকা এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস ঢাকার বাইরে চলাচল করবে।
তিনি বলেন, অন্যান্য গণপরিবহন অর্ধেক যাত্রী নেবে তাই ভাড়া বাড়ছে। তবে আমরা রেলের ভাড়া বাড়াচ্ছি না। এসব ট্রেনে অর্ধেক টিকিট বিক্রি করা হবে। ট্রেনের খাবার এর ব্যবস্থা থাকবে না। ট্রেনের এক দরজা দিয়ে উঠতে হবে এবং নামতে হবে অন্য দরজা দিয়ে। বিমানবন্দর স্টেশন, জয়দেবপুর ও নরসিংদী স্টেশনসহ অনেক স্টেশনে ট্রেন থামবে না। টিকিট ছাড়া যাতে কেউ প্লাটফর্মে প্রবেশ করতে না পারে সে বিষয়টি শতভাগ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
এছাড়া আগামী ৩ জুন থেকে ১১টি ট্রেন চলাচল করবে বলে জানান নূরুল ইসলাম সুজন।
উল্লেখ্য, করোনার কারণে গত ২৫ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে মালবাহী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
Leave a Reply