ডেইলি নরসিংদী ২৪, শিবপুর প্রতিনিধি : জৈষ্ঠ্য-আষাঢ় মাস মাছের প্রজনন কাল। কিন্তু এর আগেই নরসিংদীর শিবপুর উপজেলার বিভিন্ন নদী-নালা, খাল-বিলে আড়াআড়িভাবে বাঁশের বানা বা জাল ব্যবহার করে অবৈধভাবে বাঁধ দিয়ে চলছে মা মাছ নিধন। শিবপুরের মৎস্য ভান্ডার বলে খ্যাত চিনাদীবিলসহ নদী নালা থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির অনেক মাছ। দেশীয় মাছ রক্ষায় অবৈধ বাঁধ উচ্ছেদ অভিযান করছে শিবপুর মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৯ মে ) সকালে উপজেলার চিনাদী বিলের সাথে সংযোগ খাল থেকে প্রায় ১৫/২০ টি বাঁধ উচ্ছেদ করেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজ আহমেদ, স্থানীয় ইউপি সদস্য মামুন ও শিবপুর প্রেসক্লাবের সদস্য শেখ মানিক।
নদী নালা খাল বিল থেকে অবৈধ বাঁধ উচ্ছেদ করায় এলাকাবাসী ধন্যবাদ জানিয়েছে ওসি মোল্লা আজিজুর রহমানকে।
শিবপুর উপজেলার খাল-বিল নদী-নালায় যারা অবৈধভাবে বাঁধ দিয়ে মা মাছ নিধন করছেন তারা তাদের নিজ উদ্যোগে বাঁধগুলো সরিয়ে ফেলার জন্য আহ্বান জানান ওসি। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
Leave a Reply