ডেইলি নরসিংদী ২৪ : নরসিংদীর বেলাব থানার অসহায় এক পরিবারের পাশে দাঁড়িয়েছেন বেলাব থানা অফিসার ইনচার্জ মোঃ ফখরুদ্দিন ভূইয়া। তিনি বৃহস্পতিবার (২৮ মে) তারিখ বিকালে বেলাব থানাধীন বেলাব গাংকুল পাড়া ব্রাক অফিসের সামনে পরিত্যাক্ত একটি দোকান ঘরের ভিতরে থাকা এক অসহায় পরিবারটির খোঁজ খবর নেন এবং রান্না করা খাবার, মিষ্টি, বিভিন্ন ফলফ্রুট ও পরিবারের সকল সদস্যদের জন্য জামা-কাপড় পৌঁছে দেন।
বেলাব গাংকুল পাড়া ব্র্যাক অফিসের সামনে পরিত্যাক্ত একটি দোকান ঘরের ভিতরে শারীরিক প্রতিবন্দী এক ছেলে ও অসুস্থ স্ত্রীকে নিয়ে অনিল বাবু (৭০) বসবাস করে আসছে। ঈদের দিন জেলা পুলিশের উদ্যোগে অসহায় ব্যক্তিদের মাঝে খাবার বিতরণের সময় তাদের অসহায়ত্বের বিষয়টি পুলিশের নজরে আসে। উক্ত পরিবারকে থানা পুলিশের পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।
Leave a Reply