ডেইলি নরসিংদী ২৪ : প্রতি বছর ঈদ আসে অফুরন্ত আনন্দ নিয়ে কিন্তু করোনাজনিত পরিস্থিতির কারনে এবছর ঈদ-উল-ফিতরের আনন্দ ছিলো অনেকটাই ম্লান। বিশেষ করে যারা করোনা আক্রান্ত হয়ে পরিবার পরিজন থেকে অনেক দূরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তাদের জন্য এবারের ঈদ-উল-ফিতর ছিলো অন্যান্য সাধারণ উৎকন্ঠাময় দিনের মতই।
তাদের ঈদ-উল-ফিতরের নিরানন্দ ক্ষণগুলোকে একটু হলেও রাঙিয়ে দেয়ার প্রচেষ্টার অংশ হিসেবে মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে নরসিংদী জেলা করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটির সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন এঁর নির্দেশনা অনুযায়ী নরসিংদী জেলার ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগীদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী নিয়ে পৌছে যান কুইক রেসপন্স টিমের আহবায়ক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শাহ আলম মিয়া, নেজারত ডেপুটি কালেক্টর মো: শাহরুখ খান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রইছ আল রেজুয়ান।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শারীরিক অবস্থাসহ সার্বিক বিষয়ে খোঁজ নেন এবং তাদেরকে মানসিক ভাবে দৃঢ় থাকার আহবান জানান।
পরবর্তীতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মাঝে জেলা প্রশাসনের ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য জেলা প্রশাসনের এরূপ মানবিক কার্যক্রম অব্যাহত আছে এবং থাকবে বলে জানানো হয়।
Leave a Reply