ডেইলি নরসিংদী ২৪ : নরসিংদীর শিবপুরে আর্ত মানবতার সেবায় নিয়োজিত ‘আমাদের শিবপুর’ ফেসবুক গ্রুপের উদ্যোগে মহামারী করোনা ভাইরাসের কারণে চলমান লকডাউনে সমাজের অসহায় ও দুস্থ ১১০টি পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
২১ মে (বৃহস্পতিবার) সকালে উপজেলার সদরে বিতরন কার্যক্রম শুভ উদ্বোধন করেন শিবপুর মডেল থানার জনবান্ধব অফিসার ইনচার্জ ওসি মোল্লা আজিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, আমাদের শিবপুর ফেসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন তরুন সমাজ সমাজ সেবক হাবিবুল্লাহ বেলালী, মডারেটর শামিম কবির, মেজবাউদ্দিন খান, সৈয়দা শ্রাবনী, নাদিয়া রিপা ও সাংবাদিক শেখ মানিক প্রমুখ।
বিতরণ কার্ক্রম সার্বিক পরিচালনা করেন এডমিন কাউসার খান। সরেজমিনে তদন্ত করে প্রকৃত অসহায় ১১০ টি পরিবারের কাছে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় । প্রতিটি প্যাকেটে রয়েছে ১ কেজি পোলাউর চাল, ১ কেজি চিনি, ১ কেজি পেয়াজ, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু, ২ প্যাকেট সেমাই,১ প্যাকেট গুড়া দুধ, ১ টি নারিকেল ও ৫০ গ্রাম কিসমিস।
Leave a Reply