ডেইলি নরসিংদী ২৪, শিবপুর প্রতিনিধি : করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিবপুরে উপজেলা সদরের সব বিপণী বিতান বন্ধ করে দিয়েছে পুলিশ। সোমবার (১৮ মে) দুপুর ১টায় শিবপুর মডেল থানার ওসি মোল্লা আজিজুর রহমান পুলিশের একটি দল নিয়ে অভিযান চালিয়ে বন্ধ করে দেন।
জানা যায়, স্থানীয় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বিগত তিনমাস যাবত কঠোর ভাবে স্বাস্থ্য বিধি মেনে চলা ও সামজিক দূরত্ব বজায় রেখে চলাচলে মাঠে ভূমিকা রেখেছেন। কিন্তু বর্তমানে ঈদের কেনাকাটা করতে যেভাবে মানুষ ঘর থেকে বেড় হচ্ছে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে। ফলে উপজেলা প্রশাসনের সিন্ধান্ত মোতাবেক সোমবার দুপুর থেকে অনিদিষ্ট কালের জন্য উপজেলার সব বিপণী দোকান বন্ধ করে দিয়েছে পুলিশ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল, স্থানীয় পৌর কাউন্সিলর বাদল মিয়া।
Leave a Reply