ডেইলি নরসিংদী ২৪ : শিবপুরে ঠাসাঠাসি অবস্থায় চলছে ঈদের কেনাবেচা। রবিবার সকালের চিত্র এটি। করোনা মহামারী তোয়াক্কা না করে শিশুদেরও নিয়ে কেনাকাটা করছেন অভিভাবকরা। দোকানীর ও ক্রেতাদের মাঝে জাগ্রত হয়নি সচেতনতা।
শিবপুরে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মানায় গতকাল শনিবার কয়েক জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এদিকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ। তারপরও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানছে না অসচেতন মানুষ।
সরেজমিনে রবিবার সকালে দেখা গেছে, সকাল ১০টার আগে থেকেই সড়ক গুলোতে মানুষের ঢল নামতে শুরু করে। পোশাক কিংবা জুতা-স্যান্ডেলের দোকানই নয় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সব দোকানই খুলেছে।
পছন্দের পোশাক, জুতা-স্যান্ডেল ও কসমেটিকসহ অন্যান্য সামগ্রীর জন্য ক্রেতাদেরকে একেবারে গা ঘেঁষাঘেঁষি করে কিনতে দেখা গেছে। অনেককে তাদের শিশু সন্তানদের নিয়েও কেনাকাটা করতে দেখা গেছে। হাতে গোনা কয়েকটি বড় দোকানে বিক্রেতাদের মুখে মাস্ক ও হ্যান্ড গ্লাভস পড়তে দেখা গেলেও ছোট-খাট দোকানগুলোতে বিক্রেতারা ন্যুনতম কোন সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করছেন না।
Leave a Reply