সুমন পাল, মাধবদী প্রতিনিধি : মাধবদী থানার টাটাপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীর ভয়ে আতংকিত প্রতিবেশী তালেব মিয়ার পরিবার। মাধবদী থানায় অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, মাধবদী পৌরসভার ৬নং ওয়ার্ডের টাটাপাড়া এলাকার মৃত চান মিয়া প্রধানের ছেলে মাতবর আলী, দানা মিয়ার ছেলে মনোয়ার হোসেন মনা, আইয়ুব আলীর ছেলে মোঃ মামুন মিয়া এলাকার বাসিন্দা। মাতবর আলীর ছেলে মাসুম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
এবিষয়ে তাদের সহিত মনোমালিন্য চলতেছিল। মাসুমকে নরসিংদী ডিবি পুলিশ ইয়াবা সহ আটক করলে আমার ছেলে রাব্বিকে মাতবরের বাড়ির সামনে পেয়ে তাকে মারপিট করতে উদ্ধত হয় এবং ঘরে মাদক ও অবৈধ অস্ত্র দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়।
এমন অবস্থায় আমি এবং আমার পরিবারের লোকজন খুবই আতংকে জীবন যাপন করতেছি। যেকোন সময় আমার পরিবারের লোকজনের বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে। এ ব্যাপারে তালেব মিয়া বাদী হয়ে মাধবদী থানায় একটি জিডি করেন। জিডি নং ৪৭০।
Leave a Reply