ডেইলি নরসিংদী ২৪ : “করোনাকে ভয় নয়, সবাই মিলে করবো জয়”-এমনই উৎসাহদায়ক স্লোগানে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের শুভকামনা জানিয়ে নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে মাধবদী থানাধীন করোনা আক্রান্ত নাগরিকদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য উপহার সামগ্রী পাঠানো হয়েছে। এ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে মাল্টা, আঙ্গুর, আনারস, পেয়ারা ও লেবু ইত্যাদি।
বিপদের দিনে পুলিশের পক্ষ থেকে সাহস যোগানো উপহার সামগ্রী পেয়ে করোনা আক্রান্ত ব্যক্তিরা আবেগাপ্লুত ও উজ্জীবিত হয়েছেন। উপহার সামগ্রী পাঠিয়ে পাশে দাঁড়ানোর জন্য নরসিংদী জেলা পুলিশকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।
Leave a Reply