শেখ মানিক, শিবপুর প্রতিনিধি : করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া এলাকার দু:স্থ ও অসহায় দুইশতাধিক পরিবারের মাঝে নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ফারুক হোসাইন এবং তাঁর পিতা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি মেম্বার রেকমত আলীর সৌজন্যে মাস্ক, সাবান ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ মে) শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের ভংগারটেক গ্রামের নিজ বাড়ীতে এসব বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবলীগের সভাপতি বাবু বিজয় কৃষ্ণ গোস্বামী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবু তাহের, জেলা যুবলীগের উপ প্রচার সম্পাদক খোকন সরকার, স্থানীয় যুবলীগ নেতা হুমায়ুন কবীর, ডাঃ মামুনুর রশীদ ভুট্রোসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply