ডেইলি নরসিংদী ২৪ : নরসিংদীর শিবপুর থেকে গত ১১ মে পাঠানো ২১ টি নমুনার মধ্যে ৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম জানান, ১১ মে শিবপুর উপজেলা থেকে পাঠানো ২১ জনের নমুনার মধ্যে ৭ জনের করোনা পজিটিভ রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে পুরাতন ১ জন ও নতুন ৬ জন। নতুন করে যারা করোনা আক্রান্ত হয়েছে তাদের মধ্যে বাঘাব ইউনিয়নের খৈনকুট এলাকার ২ জন, দুলালপুর ইউনিয়নের কাজীরচর এলাকার ২ জন, শিমুলিয়ার ১ জন ও মাছিমপুর ইউনিয়নের ধানুয়া এলাকার ১ জন।
শিবপুরে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২০৫ জনের। এর মধ্যে আক্রান্ত হয়েছেন ২৪ জন। মঙ্গলবার পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন। ৫ জনকে যার যার বাড়ীতে আইসোলেশনের রাখা হয়েছে। এছাড়া নতুন আক্রান্তদের পরিবারের সদস্য ও সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে এবং তাদের বাধ্যতামূলক ভাবে কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Leave a Reply