ডেইলি নরসিংদী ২৪ : নরসিংদী জেলার রায়পুরায় ১৭ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১১ মে) রাত ১১ টার দিকে রায়পুরা থানাধীন মেথিকান্দা এলাকা অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, খাকচক এলাকার মৃত উরফান আলীর ছেলে আমির হোসেন (৪২), শ্রীরামপুরের সেন্টু মিয়ার ছেলে নূর মোহাম্মদ (২২), মোঃ কাশেম মিয়া (৩০) পিতামৃত-সুরুজ মিয়া, নজরপুরের আঃ ছোবহানের ছেলে মোঃবাবু (২৩)। তারা সকলেই রায়পুরা থানার।
পুলিশ জানায়, ১১ মে রাতে মোঃ তারিক রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, রায়পুরা সার্কেল এর নেতৃত্বে রায়পুরা থানার একটি টিম অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৭ (সতের) কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা আছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রায়পুরা থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
Leave a Reply