সুমন পাল, মাধবদী প্রতিনিধি : মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের খিলগাঁও গ্রামে এ.আর.বি ব্রিকস ফিল্ডের শ্রমিক ও কর্মচারীদের মারধর করে দুই লক্ষাধিক ইট জোর পূর্বক ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
মাধবদী থানায় অভিযোগের ভিত্তিতে জানাযায়, গত ৪ ও ৫ মে মালিক পক্ষের কোন লোকজন ব্রিকস ফিল্ডে না থাকায় সেই সুযোগে আলী হোসেনের ছেলে হাদিকুল, মৃত আঃ রাজ্জাকের ছেলে আহাম্মদ, মৃত আঃ আলেকের ছেলে মোঃ সাজাহান, মোঃ সাদেকের ছেলে মোঃ বাশার, আব্দুল রহমানের ছেলে মোঃ জহিরুল ইসলাম সহ অজ্ঞাত ৩০/৩৫ জন লোক বেআইনি সঙ্ঘবদ্ধ হয়ে মোঃ রুবেল মিয়ার মালিকানাধীন এ.আর.বি ব্রিকস ফিল্ডে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের মারধর করে দুই দিনে প্রায় ২লক্ষাধিক ইট ছিনিয়ে নিয়ে যায় এবং ইট কারখানার চুল্লির আগুন নিভিয়ে দেওয়ার কারণে চুল্লির ভিতরে থাকা ৪ লক্ষ কাচা ইটের ক্ষতি সাধন হয়। খবর পেয়ে ৬ মে মালিক রুবেল ব্রিকস ফিল্ডের অফিসে গেলে তাকেও অফিস রুমে তালাবদ্ধ করে রাখা হয়। এ বলে হুমকি দেয় এ ঘটনা যদি কাউকে জানায় তাহলে তাকে বস্তায় ভরে মেঘনা নদীতে ফেলে দেবে। এ বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে জানানোর পর আসামীরা এসে আবারও ১ লক্ষ ইট নিয়ে যায়। পরবর্তীতে আবারও চেয়ারম্যানকে জানালে তিনি অপারগতা প্রকাশ করে। এতে করে ব্রিকস ফিল্ডের প্রায় কোটি টাকার ক্ষতিসাধন হয়।
এ ব্যাপারে রুবেল মিয়া বাদী হয়ে মাধবদী থানায় একটি অভিযোগ দায়ের করে।
Leave a Reply