ডেইলি নরসিংদী ২৪ : ধান কাটার শ্রমিকদের উৎসাহ দিতে সোমবার (১১ মে) শিবপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমানের নেতৃত্বে ধান কাটতে কাস্তে হাতে মাঠে নেমেছেন।
কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের শুরু থেকেই জেলা পুলিশের পক্ষ থেকে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য নিরাপত্তা সামগ্রী প্রদানসহ নানামূখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবছর শিবপুর উপজেলার বিভিন্ন মাঠে বোরো ধানের বাম্পার ফলন হলেও করোনার প্রভাবে সেই ধান ঘরে তুলছে পারছেনা কৃষকরা। তাই কৃষক ও শ্রমিকদের মনোবল আরো সুদৃঢ় করতে অফিসার ইনচার্জ নিজেও কাস্তে হাতে নেমে কৃষকের পাকা ধান কেটে মাড়াই করে দিলেন। অফিসার ইনচার্জের ধান কাটা থেকে উৎসাহিত হচ্ছেন কৃষক ও শ্রমিকরা।
শিবপুর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে নোল্লার বিল নামে ধানের মাঠে কৃষকের ধান কেটে ও মাড়ায় করে দেন। এ সময় ধান কাটায় আরো অংশ নেন শিবপুর মডেল থানার পুলিশ সদস্যরা। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি করোনা ভাইরাসের সচেতনতা সৃষ্টি এবং ধান কাটার শ্রমিকদেরকে কাজ করতে উদ্বুদ্ধ করছে শিবপুর মডেল থানা পুলিশ।
Leave a Reply