ডেইলি নরসিংদী ২৪, ডেস্ক রিপোর্ট : আগামী ঈদুল ফিতর পর্যন্ত সিলেটের কোনো মার্কেট-শপিং মল খুলছে না। শুক্রবার (০৮মে) দুপুরে সিলেট সিটি করপোরেশনে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ব্যবসায়ীরা স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেন। তবে রাতেই সিলেটে ট্রাকভর্তি কাপড় আসে নরসিংদী থেকে। গভীর রাতে হকাররা এই কাপড় বোঝাই ট্রাক নরসিংদী থেকে নিয়ে যায় বলে জানা যায়।
খবর পেয়ে রাতেই মেয়র সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কাপড় ও শ্রমিকদের আটকে দেন। ঐ সময়ই নগরের প্রশাসনের সাথে বৈঠক করেন মেয়র আরিফ। এতে সিদ্ধান্ত নেয়া হয় ঈদের আগে কোনোভাবে ফুটপাতে হকারদের বসতে দেয়া হবে না। শুক্রবার রাতে নরসিংদী থেকে আসা কাপড় ও শ্রমিক কোনভাবেই যেন সিলেট নগরীর কোথাও বসতে না পারে এ ব্যাপারে সকল ওসিকে নিয়ে মেয়রের বৈঠক অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ঈদকে সামনে রেখে ১০ মে থেকে দোকান-পাট ও শপিং মল খোলার অনুমতি দিয়েছে সরকার। বেশ কয়েকটি শর্ত মেনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারা দেশের শপিং মলগুলো খোলা রাখা যাবে। গত ৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটি বর্ধিতকরণ আদেশে এ অনুমতির কথা বলা হয়েছে। তবে ফুটপাতে দোকান বসা নিয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
Leave a Reply