ডেইলি নরসিংদী ২৪ ( মাধবদী প্রতিনিধি ) : বাংলাদেশে করোনা পরিস্থিতি মোকাবেলায় বর্তমান সরকার সকলকে ঘরে থাকতে আহ্বান জানিয়েছেন, সেই সাথে করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধের অংশ হিসেবে নেওয়া হয়েছে যার যার এলাকা লকডাউনের প্রস্তুতি। বর্তমান লকডাউন পরিস্থিতিতে সাধারণ খেটে খাওয়া মানুষ পড়েছে চরম বিপাকে। অনেকের ঘরে জ্বলছে না চুলা। এমন পরিস্থিতিতে সরকারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মাধবদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শফি উদ্দিন আহমেদ ও তার সহধর্মীনি মাধবদী বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যাপক বিলকিস সরকার তাদের নিজ উদ্যোগ্যে গত ১৭ এপ্রিল থেকে মাধবদী থানা এলাকার হত দরিদ্র নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় শফি উদ্দিন আহমেদ বলেন, যতদিন করোনা ভাইরাস সংক্রমণ দেশে বিস্তার করবে ততদিন আমি আমার সামর্থ্য অনুযায়ী গরিব মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাব।
মাধবদী এলাকার প্রায় ১হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল ও আলু।
Leave a Reply