ডেইলি নরসিংদী ২৪ ( মাধবদী প্রতিনিধি ) : নরসিংদী সদর উপজেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে ও পণ্যের দাম বেশি রাখা, মূল্য তালিকা না টানানো ও নির্দেশনা না মেনে দোকান খোলা রাখা। এসব বিষয় নিয়ে মাধবদী বাজারের ভ্রাম্যমাণ আদালত ও বাজারে জীবাণুনাশক ছিটানো হয়।
নরসিংদী জেলা প্রশাসনের নির্দেশনায় মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও বাজার মনিটরিং করেন নরসিংদী সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ আলম মিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন, মাধবদী পৌরসভার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক, নরসিংদী জেলার দায়িত্ব প্রাপ্ত বাহিনীর মেজর নাঈম, মাধবদী পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাকির হোসেন সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা।
এসময় নরসিংদী সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ আলম মিয়া বলেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। দেশে ভোগ্য পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। রমজানকে কেন্দ্র করে কোনো ব্যবসায়ী যেন কারসাজি করে অহেতুক পণ্যের দাম বাড়িয়ে না দেয়, সে বিষয়ে নজরদারির জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। রমজান মাস জুড়ে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply