ডেইলি নরসিংদী ২৪ : রায়পুরার আমিরগঞ্জে এস এ টিভির নরসিংদী জেলা প্রতিনিধি সজল ভূঁইয়ার ওপর হামলার ঘটনায় থানায় দায়েরকৃত মামলার প্রধান আসামিসহ সব আসামিকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে স্থানীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি।
শুক্রবার (০১ মে) রায়পুরা থানার অফিসার ইনচার্জ বরাবর এক স্মারকলিপি প্রদানের মাধ্যমে এ দাবি জানানো হয়েছে।
পূর্ব ঘোষিত তিনদিনের কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিন শুক্রবার থানার অফিসার ইনচার্জ মহসিনুল কাদিরের হাতে এই স্মারকলিপি প্রদান করেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, রায়পুরার আহবায়ক মেহেদী হাসান রিপন ও সদস্য সচিব মো. মোস্তফা খান। এসময় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রায়পুরা উপজেলায় কর্মরত সাংবাদিকদের ঐকমত্যের ভিত্তিতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আত্মপ্রকাশ হয়। ওইদিনই সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে সাংবাদিক সজলের ওপর হামলার মামলায় এজাহারভুক্ত আসামিদের মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেন রায়পুরা থানার ওসি।
Leave a Reply