সুমন পাল, মাধবদী প্রতিনিধি : গত ২৯ তারিখ নরসিংদী জেলা থেকে নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হলে সেখান থেকে রিপোর্ট আসে মাধবদীর মনোহরপুর এলাকার ৩ জন করোনা আক্রান্ত হয়েছে। এতে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। করোনায় আক্রান্ত ৩ জন একই পরিবারের। পরিবারটি সচেতন হওয়ায় তারা নিজেরাই নিজেদেরকে বাড়িতে আবদ্ধ করে রাখে।
শুক্রবার সকালে নরসিংদী জেলার সহকারী কমিশনার(ভূমি) ও জেলা ম্যাজিষ্ট্যাট মোঃ শাহ আলম মিয়া ও এক্সিকিউটিব ম্যাজিষ্ট্যাট রইছ আল রেদুয়ান বাড়িটি পরিদর্শন করে।
এসময় আক্রান্ত লোকজনের সাথে কথা বলে তাদের শারীরিক অবস্থা জিঙ্গেস করেন। করোনায় আক্রান্ত হলে কিভাবে থাকতে হবে সে সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করা হয়। কোন প্রকার সমস্যা হলে দ্রুত জেলা প্রশাসনকে জানানোর পরামর্শ দেন। এসময় বাড়ির আশেপাশে বসবাসরত লোকজনকে সতর্কতার সাথে চলাফেলা করতে আহবান জানান। শেষে বাড়িটি লকডাউন ঘোষনা করে ষ্টিকার লাগানো হয়।
Leave a Reply