ডেইলি নরসিংদী ২৪ : নরসিংদীতে গত ২৪ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত নতুন কোন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। গত ৪ দিনে কোন করোনা রোগী শনাক্ত না হওয়ায় নরসিংদীর মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরে আসছে। জেলাতে করোনা আক্রান্ত মোট ৩৯ জন সুস্থ হয়ে বাড়ীতে ফিরেছেন। পর পর দুইবার রিপোর্ট নেগেটিভ আসায় তাদের আইসোলেশন মুক্ত করা হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল ) নরসিংদী সদর, শিবপুর, রায়পুরা, পলাশ ও মনোহরদী উপজেলার ১৮জনকে আইসোলেশন মুক্ত করা হয়।
এর আগে নরসিংদী জেলা হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টার থেকে ছাড়পত্র নিয়ে বাড়ী ফিরেন ২০জনসহ আইসোলেশন মুক্ত হয় মোট ২১জন। নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. মোঃ ইব্রাহীম টিটন এর দেয়া তথ্য মতে জেলায় সর্বমোট ৩৯জন আইসোলেশন মুক্ত হয়।
নরসিংদী জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী করোনায় মৃতের সংখ্যা ১জন। তিনি হলেন নরসিংদী শহরের ভাগদি মহল্লার আমজাদ হোসেন(৪৮) । তাছাড়া নরসিংদী সদর উপজেলার মাধবদী পাইকারচর ইউনিয়নের পুরানচর গ্রামের আমির হোসেন (৪৫) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। আমজাদ হোসেন এর নমুনা নরসিংদী জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো হয়। অপরদিকে শনিবার (১৮এপ্রিল) ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত আমির হোসেন এর মৃত্যু হয়। আমির হোসেন করোনা উপসর্গ নিয়ে নিজ উদ্যোগে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হন।
Leave a Reply