ডেইলি নরসিংদী ২৪ : নরসিংদীর মেঘনা নদীতে মধ্যবয়সী এক অজ্ঞাত নারীর লাশ ভাসতে দেখা গেছে। রবিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী ইউনিয়নের সাতপাড়া গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে এ লাশ ভাসতে দেথা যায়।
স্হানীয় সাতপাড়া গ্রামের বাসিন্দা জীবন আহম্মেদ আসাদ জানান, সকাল এগারটার দিকে নদীতে গোসল করতে গেলে ওইসময় নদীতে ভাসমান লাশটি তিনিসহ উপস্থিত অনেকেই দেখে। নরসিংদী সদর মডেল থানা ফোন নাম্বার না থাকায় ৯৯৯ এই নাম্বারে ফোন করে বিষয়টি অবহিত করেছি।
এদিকে নদীতে ভাসমান লাশের খবর সাতপাড়াসহ আশপাশের গ্রামে ছড়িয়ে পড়লে তা দেখতে নদীর পাড়ে ভীড় জমায় শত শত উৎসুক মানুষ।
স্থানীয় ইউপি সদস্য শফিক কাজী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লোকমুখে লাশ ভাসার খবরটি আমি পেয়েছি। তবে ভাসমান ওই মহিলা আমাদের এলাকার নন।
তিনি বলেন, ওই মহিলা কীভাবে মারা গেছেন তা ময়না তদন্তের পরই বলা যাবে। আমি ইতোমধ্যে থানায় ফোন করছি, নদীতে প্রচুর কচুরিপনা থাকায় পুলিশ যেতে কিছুটা বিলম্ব হচ্ছে।
Leave a Reply