ডেইলি নরসিংদী ২৪ : নরসিংদীতে করোনাভাইরাস থেকে পুলিশ সদস্যদের সুরক্ষা নিশ্চিতে ‘জীবাণুনাশক টানেল’ বসানো হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) পুলিশ লাইন্স এবং পুলিশ অফিস, নরসিংদীর প্রবেশ পথে ‘জীবাণুনাশক টানেল’ এর শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
নরসিংদীর পুলিশ সুপার জানান, করোনা পরিস্থিতিতে পুলিশ সদস্যরা মানুষকে ঘরে রাখার চেষ্টায় দিনরাত বাইরে থাকতে হয়। এতে পুলিশ সদস্যরা জীবণের ঝুঁকি নিয়ে কাজ করছেন। প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে পুলিশ লাইন্স ও পুলিশ অফিস, নরসিংদীর গেইটে ‘জীবাণুনাশক টানেল’ স্থাপন করা হয়েছে। কোন ব্যক্তি উক্ত টানেলে প্রবেশের সময় লেজার সেন্সরের মাধ্যমে জীবাণুনাশক সক্রিয় হয়ে ৩৬০ ডিগ্রী এ্যাঙ্গেলে স্বয়ংক্রিয়ভাবে জীবাণুনাশক স্প্রে হবে। এতে করে পোশাকে থাকা ক্ষতিকারক ভাইরাস ও ব্যাকটেরিয়া মরে যাবে। এছাড়াও এতে আছে স্যানেটাইজিং কার্পেট যা জুতায় থাকা ভাইরাস মেরে ফেলবে। পর্যায়ক্রমে জেলার প্রতিটি পুলিশ ইউনিটে ‘জীবাণুনাশক টানেল’ স্থাপন করা হবে।
Leave a Reply