ডেইলি নরসিংদী ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৫০ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে আরো ২১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ১২৩১ জন করোনা রোগী শনাক্ত হলো।
বুধবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ১৭৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে।
তিনি আরো জানান, দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরো ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ৪৯ জন সুস্থ হয়েছেন।
Leave a Reply