ডেইলি নরসিংদী ২৪ : পিইসি ও জেএসসি পরীক্ষায় এবারো দেশসেরা হয়েছে নরসিংদীর এনকেএম হাইস্কুল অ্যান্ড হোমস। মঙ্গলবার দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতর ও ঢাকা শিক্ষা বোর্ড থেকে ঘোষিত ফলাফলে জানা গেছে, এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ বছর শতভাগ পাসসহ পিইসিতে ৯৮.২৮ শতাংশ ও জেএসসিতে ৯০.৭৬ শতাংশ জিপিএ-৫ পেয়েছে।
শিক্ষা বোর্ড ও বিদ্যালয়ের প্রশাসনিক বিভাগের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠার পর থেকে পিইসি ও জেএসসিতে শতভাগ পাসসহ একাধিকবার শীর্ষস্থান অর্জন করেছে এনকেএম হাইস্কুল অ্যান্ড হোমস। ২০১৯ সালে পিইসি পরীক্ষায় ৩৫০ জনের মধ্যে ৩৪৪ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া জেএসসি পরীক্ষায় ২৪৯ জনের মধ্যে ২২৬ জন জিপিএ-৫ পেয়েছে।
এনকেএম হাইস্কুল অ্যান্ড হোমসের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল কাদির মোল্লা বলেন, নরসিংদীতে মানসম্মত ও শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার অঙ্গীকার নিয়ে স্কুলটি প্রতিষ্ঠা করেছিলাম। সেই অঙ্গীকার বজায় রেখেছি। শুরু থেকেই ভালো ফলাফলের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছে প্রতিষ্ঠানটি। একঝাঁক তরুণ শিক্ষকের অক্লান্ত পরিশ্রমে এবং শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় এবারো ভালো ফলাফল হয়েছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে।
২০০৮ সালে নরসিংদী শহরের ভেলানগরে প্রতিষ্ঠিত হয় এনকেএম হাইস্কুল অ্যান্ড হোমস। বর্তমানে ৭০ জন শিক্ষকের তত্ত্বাবধানে এখানে প্রায় ৩৩০০ শিক্ষার্থী পড়াশোনা করছে।
Leave a Reply