ডেইলি নরসিংদী ২৪ : নরসিংদীতে টেঁটাযুদ্ধ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। মঙ্গলবার (১৭ ডিস্বের) সকালে সদর উপজেলার আলীপুরা গ্রামে এ মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বহর উদ্দিন, কামাল মিয়া, নাসির উদ্দিন, মো. আবুল হোসেন, জামাল জামালদি, মো. গোলজার হোসেন, আমির হোসেন প্রমুখ।
কামাল মিয়া তার বক্তব্যে বলেন, চরাঞ্চলের সবচেয়ে শান্তি প্রিয় গ্রাম আলীপুর। কিন্তু এখানে আর শান্তি নেই। প্রভাবশালী শাজাহান মিয়ার মূল ব্যবসা টেঁটাযুদ্ধ। নিজের লাভের জন্য গ্রামের লোকজনকে দুই ভাগে বিভক্ত করে টেঁটাযুদ্ধ চলমান রেখেছেন। আমরা তার বিচার চাই।
বহর উদ্দিন বলেন, ফজরের নামাজের সময় শাজাহানের লোকজন অহেতুক আমার বুকে টেঁটা নিক্ষেপ করে। এতে আমি আহত হই। আমরা টেঁটাযুদ্ধ চাই না। গ্রামে শান্তি চাই। এ থেকে পরিত্রাণ চাই।
আলীপুরা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে শাজাহান মিয়ার সঙ্গে একই গ্রামের কামাল মিয়ার বিরোধ চলছিল। এরই জেরে ৯ ডিসেম্বর সকালে প্রতিপক্ষরা টেটাঁসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘুমন্ত মানুষের ওপর হামলা চালায়। এছাড়া ভাঙচুর করা হয় বেশ কয়েকটি ঘরবাড়ি। এ সময় মানুষের টাকা, স্বর্ণালংকার, গরু-ছাগলসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে পাঁচ শতাধিক টেঁটা উদ্ধার করে। এরই পরিপ্রেক্ষিতে টেঁটাযুদ্ধ বন্ধের দাবিতে গ্রামবাসী মানববন্ধন করে।
Leave a Reply