ডেইলি নরসিংদী ২৪ : নরসিংদীতে নানা আয়োজনে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) এ উপলক্ষে জেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পালন করছে বিভিন্ন কর্মসূচি।
সকালে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে নরসিংদীর ডিসি সৈয়দা ফারহানা কাউনাই জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদী জেলা আওয়ামী লীগ, মাধবদী শহর আওয়ামী লীগ পৃথক বিজয় র্যালি বের করে।
জেলা আওয়ামী লীগের র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালিতে জেলা আওয়ামী লীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
এদিকে মাধবদী শহর আওয়ামী লীগের বিজয় র্যালিটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।
অন্যদিকে মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সকাল সাড়ে ৮টায় মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ডিসি সৈয়দা ফারহানা কাউনাইন ও এসপি প্রলয় কুমার জোয়ারদার আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উড়ান। পরে কুচকাওয়াজে সালাম গ্রহণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
Leave a Reply