শেখ মানিক, শিবপুর সংবাদদাতা : নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূঞা মোহন বলেছেন, পাকহানাদার বাহিনী যখন বুঝতে পারল বাংলার স্বাধীনতা আর ঠেকিয়ে রাখা যাবে না। তখনই তারা মেতে উঠে এক ঘৃণ্য হত্যাযজ্ঞে। স্বাধীন হলেও বাংলাদেশ যেন মেধা শূন্যতায় পড়ে সেই নীলনকশা বাস্তায়ন করতেই ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করা হয়।
১৪ ডিসেম্বর (শনিবার) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শিবপুর উপজেলার সবুজ পাহাড় বিশ্ব বিদ্যালয় কলেজের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজ গভনিং বডির সভাপতি শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খান, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল, নরসিংদী জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বশিরুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন।
Leave a Reply