শেখ মানিক, শিবপুর সংবাদদাতা : নরসিংদীর শিবপুর উপজেলার ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মাছিমপুর আশরাফুল উলুম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আমজাদ হোসেন কিরন ভূইয়ার অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর (মঙ্গলবার) সকালে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান দীর্ঘদিনের কর্মস্থল মাছিমপুর আশরাফুল উলুম দাখিল মাদ্রাসার আয়োজনে অনুষ্ঠিত হয়।
এ সময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার আবদুর রব ভূইয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মাছিমপুর আশরাফুল উলুম দাখিল মাদ্রাসার পরিচলনা পরিষদের পাচঁবারের নির্বাচিত সভাপতি, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের সফল জনপ্রিয় চেয়ারম্যান মো. ফরহাদ আলম ভূঁঞা।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষকসহ সকলের জন্য দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায়ী শিক্ষকের হাত উপহার সামগ্রী তুলেদেন সুপার, অভিবাবক ও সভাপতি। এ সময় প্রিয় শিক্ষকের বিদায়ে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
Leave a Reply