ডেইলি নরসিংদী ২৪ : নরসিংদী জেলায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি কাপড়ে বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্র্যান্ডের ট্রেডমার্ক ব্যবহার করে প্রতারণার দায়ে কারখানার মালিককে গ্রেফতার করেছে র্যাব-১১।
বুধবার (২০ নভেম্বর) দিবাগত রাতে নরসিংদী মডেল থানার শেখেরচর এলাকায় অভিযান পরিচালনা করে মো. রবিউল আলম শাওন (৩১) নামের এক কারখানা মালিককে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ১৪টি বড় আকারের কাঠের ফ্রেম দ্বারা তৈরি ডাইস, আনুমানিক ৬০০০ মিটার কাপড়, কাপড়ে ছাপার কাজে ব্যবহৃত ২টি আয়রন, ৩০০ গ্রাম সোনালী রং ও ৪০টি সোনালী রংয়ের ফুয়েল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মো. রবিউল আলম শাওন (৩১) এর বাড়ি নরসিংদী জেলার সদর থানাধীন শেখেরচর এলাকায়।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, গ্রেফতারকৃত শাওন দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দেশীয় কাপড়ের কারখানা হতে তৈরিকৃত কাপড় কিনে তার নিজস্ব কারখানায় রেখে রেমন্ড, টরে, অরবিন্দসহ বিভিন্ন বিখ্যাত স্বনামধন্য আন্তর্জাাতিক মানের নকল ছাপ ব্যবহার করে প্রতারণামূলকভাবে বাজারে বিক্রয় করে আসছিল। বাজারে ও ভোক্তাদের কাছে ভালো ব্র্যান্ডের কাপড়ের চাহিদা থাকায় নিম্নমানের কাপড়ে রেমন্ড, টরে, অরবিন্দ, গিজাসহ খ্যাতিমান ব্র্যান্ডের নকল ছাপ দিয়ে অধিক মূল্যে বাজারে বিক্রি করতো ।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
Leave a Reply