ডেইলি নরসিংদী ২৪ : নরসিংদী পৌর এলাকার মেরিস্টোপস ক্লিনিক থেকে চুরি হওয়ার ছয় দিন পর এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ইয়াসমিন (২৬) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত আটটার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের সামনে থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করা হয়। ওই নবজাতকের মা-বাবা হলেন সখিনা বেগম ও শাহআলম নামের এক দম্পতি। তাদের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার ইটনা গ্রামে।
পুলিশ জানায়, গত বুধবার বিকেলে শহরের বাসাইল এলাকার একটি ক্লিনিক থেকে তিন দিন বয়সের ওই নবজাতক চুরির হয়। ঘটনার সময় ইয়াসমিনের কোলে নবজাতককে দিয়ে সখিনা বেগম ভাত খেতে বসেছিলেন। সে সময় তিনি নবজাতককে নিয়ে পালিয়ে যান। সে সময় নবজাতকের পরিবার ও ক্লিনিক কর্তৃপক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা ঘটেছিল। ঘটনার ছয় দিন পর আজ নবজাতককে উদ্ধার করা সম্ভব হয়।
নরসিংদী মডেল থানার উপপরিদর্শক আবদুল্লাহ আল মামুন জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় নবজাতক চুরি করা ওই নারীকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। আর নবজাতককে তুলে দেওয়া হয়েছে তার মায়ের কোলে। আবেগ আপ্লুত মা নবজাতককে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।
Leave a Reply