ডেইলি নরসিংদী ২৪, শিবপুর সংবাদদাতা : শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের জাল্লারা বাজারের পার্শ্বে ধনায়া গ্রামে অবৈধভাবে লাল মাটির টিলা কাটার অপরাধে তিন জনকে ১২ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এরা হলেন, ঠিকাদার মুক্তার, শ্রমিক মনির ও রবিন। খবর পেয়ে ঘটনাস্হল থেকে এদেরকে আটক করে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
নরসিংদী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশে ১৮ নভেম্বর (সোমবার) বিকেলে সহকারী কমিশনার (ভূমি), শিবপু্র মুন মুন জাহান লিজা মোবাইল কোর্টের মাধ্যমে এ সাজা প্রদান করেন। পরিবেশ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এবং এ ব্যাপারে সকলের সহযোগিতাও তিনি চেয়েছেন।
Leave a Reply