ডেইলি নরসিংদী ২৪, মাধবদী সংবাদদাতা : নরসিংদীর মাধবদী থেকে সাগর দাস (১৮) নামে এক মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) সকালে মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের কবিরাজপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাগর দাস মেহেরপাড়া ইউনিয়নের কবিরাজপুর গ্রামের মৃত আশু চন্দ্র দাসের ছেলে। তিনি ওই এলাকার নাসির উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে পাঁচদোনা বাজারে মাছের ব্যবসা করতেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাফায়েত হোসেন পলাশ বলেন, রোববার রাত ৮টার দিকে মাছ ব্যবসায়ী সাগর দাস বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সোমবার সকালে বাড়ির পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Leave a Reply