ডেইলি নরসিংদী ২৪, নিজস্ব প্রতিনিধি : নরসিংদী শহরের বাসাইলে মেরিস্টোপস ক্লিনিকে জন্মের তিনদিন পরই চুরি হয়ে গেল এক নবজাতক। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। নবজাতককে উদ্ধার এবং ওই নারীকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
চুরি হওয়া নবজাতকের মা সখিনা বেগম বলেন, হাসপাতালের বিলের ১৩ হাজার টাকা জোগাড় করতে দেরি হচ্ছিল। এ কারণে হাসপাতালের লোকজন আমার মেয়েকে সরিয়ে নিয়েছে।
সখিনা বেগম নরসিংদীর শিবপুর উপজেলার ইটনা গ্রামের শাহ আলমের স্ত্রী।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এক নারী এসে এসে প্রসূতির আত্মীয় পরিচয়ে নবজাতককে নিয়ে গেছেন।
ক্লিনিকের ডা. ইশতিয়া জাহান বলেন, শনিবার রাতে সখিনা বেগমকে মেরিস্টোপস ক্লিনিকে ভর্তি করা হয়। রোববার সকালে সিজারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। বুধবার বিকেলে ক্লিনিকের গাইনি ওয়ার্ডে আগে থেকেই আত্মীয় পরিচয়ে থাকা এক নারী নবজাতককে নিয়ে পালিয়ে যান।
হাসপাতালে ভর্তি অন্যান্য রোগীরা জানান, ওই নারী সখিনা বেগমের আত্মীয় পরিচয়ে সকাল থেকেই গাইনি ওয়ার্ডের আশপাশে ঘোরাঘুরি করছিলেন।
নরসিংদী সদর মডেল থানার এসআই ইমরান হাসান বলেন, চুরির ঘটনায় নবজাতকের পরিবার ও ক্লিনিক কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
Leave a Reply