শেখ মানিক, শিবপুর সংবাদদাতা : নরসিংদীর শিবপুরে মহান বিজয় দিবস-২০১৯ যথাযোগ্য মর্যাদায় এবং সূষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজন ১৩ নভেম্বর সকালে উপজেলা পরিষেদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ূন কবীরের সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া,শিবপুর সহকারি কমিশনার (ভুমি) মুনমুন জাহান লিজা, শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সৈয়দ সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুল, আঃ হাই মাস্টার, যুগ্মসাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুক খান, শিবপুর উপজেলা জাতীয় পাটির সাধারন সম্পাদক কাদীর কিবরিয়া ও যোশর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল আহম্মেদ প্রমুখ।
Leave a Reply