ডেইলি নরসিংদী ২৪ : নরসিংদী প্রেস ক্লাবের ১৬ তম কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় জেলার শিশু একাডেমী মিলনায়তনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিল নরসিংদী জেলা প্রশাসন। এ ছাড়া সহযোগিতায় ছিল নরসিংদী প্রেস ক্লাব।
শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি বাবু মাখন দাস। নবগঠিত নরসিংদী প্রেস ক্লাবের কার্যকারী পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি, নরসিংদী জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট ও নরসিংদী প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ফারহানা কাউনাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ফারহানা কাউনাইন বলেন, সাংবাদিকতা হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরা সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সহায়ক ভূমিকা পালন করতে পারেন।
এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাবু নিবারণ রায়, নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহজাহান মিয়া, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম রাখিল, নরসিংদী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আলী হোসেন শিশির, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ডঃ মশিউর রহমান মৃধা, নরসিংদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ গোলাম মোস্তফা মিয়া, প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর বাবু নিবারণ দাস, নরসিংদী সিভিল সার্জন ডঃ মোঃ হেলাল উদ্দিন, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূঞা, নরসিংদী প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
Leave a Reply