ডেইলি নরসিংদী ২৪ : বউ উঠিয়ে আনতে গিয়ে খুন হয়েছেন শফিকুল ইসলাম নামে এক যুবক।নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউপির হাসনাবাদ গ্রামে বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। শফিকুল তার বউকে আনতে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন।
নিহত শফিকুল ইসলাম নরসিংদী শহরের একটি শপিং মলের টেলিকম ব্যবসায়ী ও শিবপুর উপজেলার বাঘাব ইউপির ইটনা দিঘিরপাড়া এলাকার খোরশেদ আলমের ছেলে।
গত ২ অক্টোবর হাসনাবাদ গ্রামের সুরুজ মৃধার বাড়ির ভাড়াটিয়া শামীম মিয়ার মেয়ে রহিমা আক্তারকে বিয়ে করেন নরসিংদী শহরের টেলিকম ব্যবসায়ী শফিকুল ইসলাম। পরে শফিকুলের সংসার না করে বাবার বাড়িতেই অবস্থান করছিল ওই ছাত্রী।
রায়পুরা থানার ওসি মোহসিনুল কবির বলেন, বুধবার দুপুরে শফিকুল ইসলাম ওই গ্রামে গিয়ে রহিমাকে স্ত্রী দাবি করে তাকে নিয়ে আসার চেষ্টা করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে হট্টগোল দেখা দিলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যায় শফিকুল ইসলাম। তবে কে বা কারা এ হত্যার ঘটনা ঘটিয়েছে তা জানাতে পারেনি ওই ছাত্রীর পরিবার ও স্থানীয়রা।
Leave a Reply