শেখ মানিক, শিবপুর সংবাদদাতা : ঢাকা- মনোহরদী সড়কের শিবপুর উপজেলার ইটাখোলা থেকে শিবপুরের যেসব এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে, সেসব এলাকার সড়কের দুই পাশে আর একটি স্থাপনা ও নির্মাণ করতে দেওয়া হবে না। যারা খোলা আকাশের নিচে বসে ফল-ফলাদি বিক্রি করে তাদের কোনো অসুবিধা নেই, তারা একটা নির্দিষ্ট সময়ে বসতে পারবে। এ ছাড়া দুলালপুর ও মাছিমপুর ইউনিয়নের যেসব এলাকা থেকে অবৈধ বালু উত্তোলন করা হতো সেসব এলাকা থেকে আর এক তোলা বালু ও উত্তোলন করতে দেওয়া হবে না।
১৪ সেপ্টেম্বর (সোমবার) সকালে শিবপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
এ সভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন নরসিংদী-৩ শিবপুর আসনের এমপি ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন।
শিবপুরউপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খান, সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
Leave a Reply